বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

লংগদুতে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ 

পাহাড়ে সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় রাঙামাটির লংগদুতে দেশ গঠনের চেতনায় ও শিক্ষার সমপ্রসারণ কাজ এগিয়ে নিতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে লংগদু জোন (তেজস্বী বীর)।

গত বৃহস্পতিবার শান্তি সমপ্রীতি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানাবিধ শিক্ষা সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেন।

লংগদু জোনের আওতাধীন বারবুনিয়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে লংগদু জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়ার (পিএসসি) উপস্থিতিতে প্রায় শতাধিক গরিব ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক সামগ্রী খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল, পেন বক্স ও স্কুল ব্যাগ ইত্যাদি বিতরণের পাশাপাশি টিফিন বিতরণ করেন।

পরবর্তীতে স্কুল শিক্ষক, হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কুশলাদি বিনিময় করেন ও শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। 

টিএইচ